আমিনুল কবির, কক্সবাজার আলো :
কক্সবাজারের মহেশখালী থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত মোঃ শামসুল আলম নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। সে কুতুবজোম, পূর্বপাড়া এলাকার বাসিন্দা একে ফজলুল হক এর পুত্র।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুতুবজোম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শামসুল আলম ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাধায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত এবং অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।