1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :

মহেশখালীর অটিজম স্কুলে কোস্ট ট্রাস্ট এর সচেতনতা মূলক কর্মশালা অনুষ্টিত

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ১২ দেখা হয়েছে

মহেশখালী প্রতিনিধি :
মহেশখালী প্রতিবন্ধী প্রদীপালয় অটিজম  স্কুল ফিডিং প্রকল্পের উদ্দ্যোগে  সচেতনতা মুলক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ২৩আগষ্ট বিদ্যালয় কক্ষে দুপুর ২টায় এ কর্মশালা প্রধান শিক্ষিকা খুরশিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো:ইউনুছ স্কুলফিডিং প্রোগ্রামের প্রজেক্ট কডিনেটর, সুবল দাশ ওয়ার হাউজ ম্যানেজার, কাউন্সিলর মহেশখালী পৌরসভা রওশন আরা গফুর,বক্তব্য রাখেন স্কুল  কমিটির সদস্য সাংবাদিক আবুল বশর পারভেজ,সাংবাদিক হারুনর রশিদ, উপস্থিত ছিলেন শিক্ষিকা কামরু নাহার, সেলিনা আক্তার কাজল,ফারহানা ইয়াছমিন,আজিজা খানম,ফাতেমা আক্তার খুকি,সামজিদা আক্তার,অবিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন রাহমদ উল্লাহ,দিলোয়ারা বেগম,আনোয়ারা বেগম প্রমূখ। অনুষ্টানটি পরিচালনা করেন স্কুল ফিডিং প্রেগ্রামের কর্মরত নুরুল আলম প্রেগ্রাম অফিসার নুরুল আলম।
প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন স্কুল ফিডিং গ্রেগ্রামের মাধ্যমে বিদ্যালয়ের ঝড়ে পড়া রোধ হয়েছে এবং ছাত্র-ছাত্রীদের পরিষ্কার পরিছন্ন ভাবে গড়ে তুলতে শিক্ষক ও অবিভাবক মহলকে অনোরুধ জানান।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com