নিজস্ব প্রতিবেদক, মহেশখালী :
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়াপাড়ায় ছোট ছোট একাশি গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২৬ আগষ্ট ভোর রাতে, কুতুবজোমস্থ মেহেরিয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া এলাকার গোলাম কাদের এর ছেলে আবুল কালাম ফুফাতো বোন আছিয়া খাতুন এর কাছ থেকে ১৯৮৬ সালে কুতুবজোম মৌজার আর.এস খতিয়ান নং-১৪৬, বি.এস খতিয়ান নং-২৩৯, দাগ নং-৫৫৯৪ আওতায় ১০ শতক জমি তৎ সময় হতে ক্রয় সূত্রে মালীক হয়ে ভোগ দখলে আছে। উক্ত জমিতে কয়েক বছর আগে রোপনকৃত একাশী গাছের চারা রোপন করে ছিল জমির মালীক আবুল কালাম। পূর্ব শত্রুতার জের ধরে ওই রোপন কৃত চারাগুলো কেটে দিয়েছে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মৃত চাঁদ মনুর ছেলে সুলতান আহমদ, লাল মোহামদ এর ছেলে শামশুর রহমান এবং মোঃ জাফর এর ছেলে মকছুদুল আলম ও লেদু মিয়া। ক্ষতিগ্রস্থ জমির মালিক এর পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার বিষয়ে এলাকার গন্যমাণ্য ব্যক্তিদের অবহিত করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।