সংবাদ বিজ্ঞপ্তি :
হ্নীলা আল-ফালাহ একাডেমীর ৪র্থ শ্রেণীর ছাত্র মাসুদ মাহমুদ টুটুল সাধারণ গ্রেডে ‘জি.এইচ.এফ’ বৃত্তি পেয়েছে। ২২ ডিসেম্বর হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন আয়োজিত ১৫তম আন্ত; উপজেলা প্রাথমিক পর্যায়ে ৪র্থ শ্রেণীতে ‘জি.এইচ.এফ’ (গুহাফা) বৃত্তি পরিক্ষায় এই সফলাতার সাক্ষর রাখে টুটুল। এর আগে ইকরা কে.জি এন্ড ক্যাডেট স্কুল কর্র্তৃক পরিচালিত প্রতিভা অন্বেষণ বৃত্তি পরিক্ষায় ৩য় শ্রেণী হতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এই সাফল্যলের জন্য টুটুল স্কুল শিক্ষক ও পিতা-মাতাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টুটুল হ্নীলা পূর্র্ব সিকাদার পাড়ার মুহাম্মদ হারুন সিকদার ও বিলকিছ বেগমের প্রথম পুত্র।