বিনোদন প্রতিবেদক :
গত কোরবানি ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয় কন্ঠশিল্পী মিলনের দ্বিতীয় একক অ্যালবাম ‘ডানাকাটা পরী’। এর টাইটেল ট্র্যাকে মিলনের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী ন্যানসি। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মিলন এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হিসেবে আছেন লাক্স তারকা তানহা এবং দ্বীপ।
গানটি প্রসঙ্গে মিলন বলেন, ‘গানটির প্রমোশনাল ভিডিও প্রকাশের পর অনেক সাড়া পেয়েছি যার জন্য এর অফিসিয়াল মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিই। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো আমার সুরে গাইলেন ন্যানসি আপু। ইমরান ভাইও অনেক যতœ নিয়ে সঙ্গীতায়োজন করেছেন। সবমিলিয়ে গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।’