রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের টানমুশুরি এলাকায় একটি রহস্যময় সাপ দেখতে শত শত ইচ্ছুক জনতা ভিড় জমাচ্ছে। ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যুর পর গত দুইদিন ধরে তার বসতবাড়িতে সাপটি অবস্থান করছে। ওই বাড়িতে অবস্থানরত সাপটির চারপাশ বাঁশ দিয়ে ঘের তৈরি করে দেয়া হয়েছে। মনের আশা পূরণের জন্য সেখানে অনেকেই টাকা-পয়সাও দান করছেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, টানমুশুরি এলাকার পারভীন আক্তার নামে এক ৭০ বছর বয়সের বৃদ্ধা দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকার পর গত শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মারা যান। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটি রহস্যময় সাপ ওই বৃদ্ধার বসতঘরের সামনে অবস্থান করে। পরে বৃদ্ধার পরিবারের লোকজন সাপটিকে চলে যেতে বললে ওই সাপটি চলে যায়। এরপরই বৃদ্ধা পারভীন আক্তারের মৃত্যু হয়। মৃত্যুর পর সাপটি ফের ওই বসতঘরের সামনে অবস্থান নেয়।
এদিকে, দু’দিন ধরে সাপটি একই স্থানে অবস্থান করায় শত শত ইচ্ছুক জনতা সেটিকে দেখতে সেখানে ভিড় জমায়। সাপটিকে দেখে অনেকেই সেখানে টাকা-পয়সা ফেলানো শুরু করে।
বৃদ্ধার ছেলে গেন্ধু মিয়া এ বিষয়ে বাংলামেইলকে জানান, তার মা পারভীন আক্তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। সাপ দেখে লোকজন ইচ্ছা করে টাকা-পয়সা দান করছেন। এটা কি ঘটনা তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না।
বাংলামেইল