সিলেট প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদ এলাকায় মানসিক ভারসাম্যহীন এক তরুণের হাতে খুন হলেন অপর এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা। তরুণের নাম আব্দুল হান্নান (২৫)। তিনি আশীদ্রোন গ্রামের আব্দুল মান্নাফের ছেলে। তবে খুনের শিকার বৃদ্ধার পরিচয় জানা যায়নি। ঘটনাটি মঙ্গলবার দিনগত রাতে ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।আশীদ্রোন গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক বলেন, খুন হওয়া বৃদ্ধা পুরোপুরি মানসিক ভারসাম্যহীন। লোকে তাকে পাগলি বলেই জানতো। থাকতো আমাদের কলঘরেই। অসংলগ্ন কথাবার্তা বলতো। তবে কয়েকদিন যাবত হান্নানও পাগলামি করছিলো। তার বাবাকে মারধরসহ মানুষকে দেখলে মারার জন্য তেড়ে আসতো। তিনি আরও বলেন, মঙ্গলবার গভীর রাতে জিআই পাইপ দিয়ে হান্নান ওই বৃদ্ধা পাগলিকে মেরেছে বলে শুনেছি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কে এম নজরুল বলেন, আসলে বিষয়টি এক পাগলের হাতে অপর পাগল খুন। খুনি হান্নানকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাতনামা ওই বৃদ্ধার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।