আজ শনিবার সন্ধ্যার পরে বেইলি রোডে যানজটে আটকা পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তাকে যানজট থেকে উদ্ধারের জন্য প্রটোকলে থাকা পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। এতে মন্ত্রী আরো অস্থির হয়ে উঠেন। কিন্তু এক্ষেত্রে অসহায়, কিছুই করার ছিলো না পুলিশ সদস্যদের, বাঁশির হুইসেল বাজানো আর হইচই ছাড়া। কারণ, গাড়ি সামনে এগুনোর কোন সুযোগ নেই। অন্যান্য গাড়িগুলো একদিকে সরে গিয়ে যে মন্ত্রীরা গাড়িকে পথ করে দেবে সেই সুযোগও নেই।
সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যানজটেই আটকা ছিলেন মন্ত্রী। তিনি ভিকারুন্নেছার দিক থেকে শান্তিনগরের দিকে যাচ্ছিলেন। এইটুকু পথ অতিক্রম করতে গিয়ে মন্ত্রীকে প্রায় ২৫ মিনিট সময় ব্যয় করতে হয়েছে। তারপরও অতিক্রম করতে পারেননি। মন্ত্রীর অস্থিরতা আর প্রটোকল পুলিশের হইচইয়ে এখানে এক ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়। অনেককেই দাঁড়িয়ে এ পরিস্থিতি উপভোগ করতেও দেখা যায়।
Related