1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ১৫৪ দেখা হয়েছে

alo-logoহাজী মারুফ, রংপুর :
রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল রোববার সকাল আনুমানিক ৭টা বেজে ৫ মিনিটের সময় এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানায়, ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। স্থায়ীত্ব ছিল ১৫ সেকেন্ড। উপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের বাসুগাঁও এলাকায়।
এদিকে, ভূকম্পন শুরু হলে অনেকে ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো কওে ছোটাছুটি করতে থাকে। এসময় কমপক্ষে ১০ জন আহত হয় বলে খবর পাওয়া গেছে। নগরীর আদর্শপাড়া এলাকার সুমন জানান, আতঙ্কিতরা তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গিয়ে তাদের পাড়ায় কয়েকজন আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com