সিলেট প্রতিনিধি :
শিশু রাজনের আরেক খুনী দুলাল (৩০) পুলিশের হাতে পাকড়াও হয়েছে। সে আটক কামরুল-মুহিতের সহোদর। দুলালকে ভিডিও ক্লিপেও রাজনকে নির্যাতন করার পাশাপাশি হাসতেও দেখা গেছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বলে জানান জালালাবাদ থানার ওসি আখতার হোসেন। স্থানীয় একজন বাসিন্দা জানান, বেলা আড়াইটার দিকে দুলালের মা-বোন দুলালকে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিনের কাছে হস্তান্তর করেন। গিয়াস উদ্দিন বিষয়টি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদকে জানান। পরে উপজেলা চেয়ারম্যান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ দুলালকে আটক করে থানায় নিয়ে যায়। গত বুধবার সকাল সাতটার দিকে শিশুটিকে এমন নির্যাতন করে লাশ গুমের চেষ্টা করা হয়। ওইদিন পৌনে ১টা দিকে কুমারগাঁও গ্রামের ভেতর মাইক্রোবাসযোগে লাশ গুম করার সময় কেউ একজন উঁকি দিয়ে একটি মাইক্রোবাস থেকে রাজনের লাশ উদ্ধার করেন। এ সময় আসামী মুহিত আলমকে জনতা হাতে নাতে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বুধবার রাতে থানায় গিয়ে পরিবারের সদস্যরা শনাক্ত করেন রাজনের লাশ।