1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

রাজন হত্যা অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সিলেটে-স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ১০৪ দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,রাজন হত্যার ঘটনায় পুলিশের গাফিলিতি ও উৎকোচ গ্রহণের বিষয়ে তদন্ত চলছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই দায়ি পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার তিন দিনের সফরে সিলেট পৌছে নির্ধারিত কর্মসূচির বাইরে মন্ত্রী রাজনের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন। মন্ত্রী বলেন, রাজন হত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। দায়িদের বিরুদ্ধে সব ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সৌদিতে আটক কামরুল ইসলামকেও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তিনি বলেন,এইক্ষেত্রে আইনি কিছু জটিলতা রয়েছে। এসব শেষ করে শিগগিরই তাকে দেশে ফিরত এনে বিচারের মুখোমুখী করা হবে। রাজন হত্যা মামলার সকল নথিপত্র স্বরাষ্ট্রমন্ত্রণালয়েও তলব করা হয়ে বলে তিনি জানান। বুধবার দুপুরে নিহত রাজনের গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের বাদে আলী গ্রামে পৌছে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাবা-মাকে সান্ত¡না দেন। একই সাথে তার পরিবারকে তিনি এক লাখ টাকার অনুদান প্রদান করেন। প্রসঙ্গত, ৮ জুলাই সকালে শহরতলীর কুমারগাঁও এলাকার একটি ওয়ার্কশপের বারান্দায় খুঁটির সাথে বেধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com