এম.এ.সাবলু হৃদয় সিলেট : সিলেটের কুমারগাঁওয়ে নির্মম পৈশাচিক নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যাকান্ডের অন্যতম দুই পাষন্ড দুলাল ও নুর মিয়ার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রঞ্জিত মহানগর হাকিম আদালত-৩ এ ১০ দিনের রিমান্ড আবেদন জানান। আদালতের বিচারক আনোয়ারুল হক শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুলাল ও নুর মিয়ার রিমান্ড মঞ্জুরের বিষয়টি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ নিশ্চিত করেছেন। দুলালকে বুধবার দুপুরে জনতা পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজনকে নির্যাতনকারী নুর মিয়াকেও জনতা আটক করে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়।