রামু প্রতিনিধি :
রামুর গর্জনিয়ার বড়বিল গ্রামের সেই আলোচিত জোড়া হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি নাজিম উদ্দিন উরপে বুছাইয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।তার সহায়তাকারীর অভিযোগে একই সাথে বড়বিলের মৃত আবদু নবীর ছেলে মোহাম্মদ ইউনুসকেও আটক করা হয়েছে। নাজিম উদ্দিন ওই গ্রামের জাফর আলমের ছেলে।স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি অস্থায়ী চেক পোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে রামুগামী সিএনজি গাড়ী থামিয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ এক তরুনী সহ এদেরকে আটক করেন। পরে, গর্জনিয়া ফাঁড়ি পুলিশের নিকট তাদেরকে হস্থান্তর করা হয়।জানা গেছে, ওই তরুনীকে নিয়ে তারা চট্টগ্রাম শহরে পালিয়ে যাচ্ছিলেন। তরুনীর বাড়ি গর্জনিয়ার মাঝিরকাটা গ্রামে।গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ চন্দ্র সিংহ জানিয়েছেন, নাজিম উদ্দিন বড়বিলের আলোচিত জোড়া হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজী সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। ইউনুসকে ওই মামলায় সন্দেহবাজন হিসাবে আটক করা হয়েছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দু‘জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গেল ২০১৪ সালের ১১ আগষ্ট রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের নারাইম্মা ঝিরি নামক গহীন এলাকায় হাত-পা ও গলা কেটে আব্দুল মাবুদের ছেলে মো.ইলিয়াছ (২৭) ও আব্দুল মোনাফের ছেলে আব্দুর রহিম (২৬) কে হত্যা করে সন্ত্রাসীরা। উক্ত স্পর্শকাতর ও চাঞ্চল্যকর ঘটনার পর পর এলাকা ছেড়ে চট্টগ্রাম শহরে পালিয়ে যায় গ্রেপ্তারকৃত নাজিম উদ্দিন ও ইউনুস।