1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

রামুতে বসত বাড়ির গ্রিল ভেঙ্গে মোটর সাইকেল চুরি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩ দেখা হয়েছে

সোয়েব সাঈদ, রামু :
রামুতে বসত বাড়ির গ্রিল ভেঙ্গে মোটর সাইকেল চুরি করেছে সংঘবদ্ধ চক্র। গতকাল বুধবার (১৬) সেপ্টেম্বর ভোরে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারের উত্তর পাশে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ হোসেন এর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
গৃহকর্তার ছেলে ব্র্যাক বাংক ঈদগাও শাখার ইনচার্জ মো. জামাল হোসেন জানান, প্রতিদিনের মতো পাকা ঘরের সিঁড়ির নিচে মোটর সাইকেল রেখে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন গ্রিলের তালা ভেঙ্গে বাড়ির সামনে রাখা মোটর সাইকেলটি নিয়ে গেছে। তাৎক্ষনিক আশপাশে বিভিন্নস্থানে খোঁজ নিয়েও মোটর সাইকেলটির সন্ধান মেলেনি। চুরি হওয়া হিরো স্পেলেন্ডার মডেলের মোটর সাইকেলটি নং ঢাকা মেট্রো হ ২৭-৮৩০৩। বিষয়টি রামু থানাকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com