এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার : কক্সবাজারের রামুতে মোটর সাইকেল ও ইজি-বাইকের (টমটম) মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর চাকমারকুল ষ্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান রামু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। নিহত মোটর সাইকেল চালক যুবক জাহেদুল ইসলাম (২২) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তর পাতলী এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে। এসআই রফিকুল ইসলাম জানান, চাকমারকূল ষ্টেশনে বিপরীতমুখী মোটর সাইকেল ও ইজি-বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে জাহেদুল দ্রুতগতির মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে। এতে তার মাথা থেতলে যায়। ঘটনাস্থলে মারা যান মোটর সাইকেল চালক জাহেদুল। আইনগত ব্যবস্থা নিতে নিহতের পরিবারের পক্ষ থেকে অসম্মতি জানানোয় লাশ ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পরপরই ইজি-বাইক সহ চালক পালিয়ে গেছে।
নিহত যুবকের মামা শওকত ওসমান জানান, তার ভাগিনা বাড়ীর জন্য বাঁশ কিনতে রামুর কলঘর বাজারে গিয়েছিল। বাড়ী