এফ এম সুমন, পেকুয়া :
লবণ আমদানি বন্ধ ঘোষণা করা হোক এই দাবি লবণ চাষীদের দীর্ঘ দিনের দাবি।কিন্ত সম্প্রতি সরকারের লবণ আমদানি বন্ধ ঘোষনার সিদ্ধান্তে উল্লাসে মেতে ওঠেছেন পেকুয়ার লবণ চাষীরা।জানা যায় পেকুয়ার মগনামা উজানটিয়া রাজাখালীর লবণ চাষীদের মাঝে উল্লাস লক্ষ্য করা গেছে।কেননা সরাসরি যারা মাঠে লবণ চাষ করে তারা সত্যিকারের ন্যায্য মুল্য পায় না। কিন্ত সরকার বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করে দিলে দেশের উতপাদিত লবণের মুল্য বেড়ে যাবে।সত্যিকারের লবণ চাষীরা এই সুফল ভোগ করবেন।এটা মহাজোট সরকারের অন্যতম উপহার বলছেন কেউ কেউ। যার ফলে ইতিমধ্যেই কৃষকের মুখে আনন্দের হাসি দেখা গেছে এবং কি মিষ্টি বিতরণ ও হয়েছে।পেকুয়ার রাজাখালী মগনামা উজানটিয়ায় ঘুরে দেখা গেছে পুরো দমে কৃষকেরা মাঠে নেমেছেন।রাজাখালীর লবণ চাষী জসিম উদ্দিন জানান, আমরা সরকার কে ধন্যবাদ জানাই আমরা অনেক উপকৃত হয়েছি।উজানটিয়ার লবণ চাষী আশেক জানান সরকার আমাদের বড় উপকার করেছে।তবে লবণের ন্যায্য মুল্য দিতে সিন্ডিকেট দের প্রতি দৃষ্টি রাখার আহবান জানান এই লবণ চাষীরা।তবে সরকারের বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ ও মহেশখালী কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক কে লবণ চাষীরা ধন্যবাদ জানান।