ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা থেকে ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইতালীর উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, আজ বুধবার এক অভিযানে আরো ৪৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চলতি বছর এ নিয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের মোট ২৪,০০ লাশ উদ্ধার করা হলো। লিবিয়া থেকে অভিবাসীবাহী নৌকাটি রওনা দিয়েছিল বলে জানিয়েছে ইতালীর উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুইডেনের একটি জাহাজ ‘পসেডন’ অভিবাসীদের উদ্ধার করেছে। জাহাজটি ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষায় কর্মরত সংস্থা ফ্রনটেক্সের সঙ্গে কাজ করে। জাহাজটি মৃতদের উদ্ধারের পাশাপাশি জীবিত অভিবাসীদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। ইতালীর উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র জানান, লিবিয়ার উপকূল থেকে ৩০ মাইল দূরে ১০টি নৌকা থেকে বুধবার জরুরি সাহায্য চাওয়া হয়। পাঁচটি নৌকার উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরো জানান, অন্য নৌকাগুলো থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে কাজ চলছে। – See more at: http://www.dailynayadiganta.com/detail/news/49414#sthash.4DSFcDWC.dpuf