কক্সবাজার আলো ডেস্ক :
একুশে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সভায় যাওয়ার সময় আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালীর (৪৫) ঘাড়ে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জুমার নামাজ শেষে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আহত হেলালীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পরপরই একজনকে আটক করা হয়েছে। ইলিয়াস হোসাইন বিন হেলালীকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তার রাজনৈতিক সহকর্মী আবুল আজিজ খান জানান, তিনি ডেমরার নিজ বাসা থেকে বেরিয়ে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের দক্ষিণ গেট দিয়ে বেরিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তার ঘাড়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।