1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

শবে কদরের পূর্বেই জুলাই মাসের বেতনসহ শ্রমিক-কর্মচারীদের বোনাস প্রদান করুন- মাওলানা মুহাম্মদ আলমগীর

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
  • ১১৯ দেখা হয়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার শহরের ১০নং ওয়ার্ডের উদ্যোগে “রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল” হাসপাতাল রোডস্থ কার্যালয়ে ওয়ার্ড সভাপতি আমির আহাম্মদ এর সভাপতিত্বে এবং মাওলানা সোলাইমান এর পরিচালনায় ৩ জুলাই (১৫ রমজান) শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কলাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম আনু মেম্বার, শহর সেক্রেটারী এম.ইউ বাহাদুর, শহর অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রশিবির কক্সবাজার শহর, ছাত্র কল্যাণ সম্পাদক রহিম আলী, পৌর শিবির সভাপতি মোস্তাক আহমদ খন্দকার। ওয়ার্ড সেক্রেটারী মনির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ শাহজাহান, শ্রমিক নেতা আবদুস সবুর চাষী, আবদুল গফফার কুতুবী, আনোয়ার হোসেন, আবদুল গফুর ও সাইফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আলমগীর বলেন- মাহে রমজান আমাদের মাঝে রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এই পবিত্র মাস মহাগ্রন্থ আল কুরআন নাজিলের মাস। মুসলমানদের জন্য এই মাস একটি পবিত্র মাস হিসেবে বিবেচিত হলেও দেখা যায়, রমজান মাস এলেই শ্রমিক ছাঁটাই করা হয়। শ্রমিকদের বিভিন্ন অজুহাতে বেতন-বোনাস প্রদান করা হয় না। শ্রমিকরা উন্নয়নের মূল কারিগর। শ্রমিকদের বাইরে রেখে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার বেতন ও বোনাস আগামী পবিত্র শবে কদরের পূর্বেই প্রদান করুন। তিনি আরো বলেন- সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় বন্যার্ত মানুষরা খুবই মানবেতর জীবন সমাজের বিত্তশালীদেরকে বন্যার্ত মানুষের সহযোগিতায় আসার জন্য তিনি উদাত্ত আহবান জানান।

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com