1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

শাহজাহান চৌধুরীর স্ত্রী শাহীন জাহান চৌধুরীর মৃত্যুতে জেলা বিএনপির শোক

  • আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ৬৭ দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম. নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, যুগ্ম সম্পাদক এড. নুরুল আলম, এড. আবু ছিদ্দিক ওসমানী, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ এস. এম. শাহ আলম এক যুক্ত বিবৃতিতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, উখিয়া-টেকনাফের সাবেক এমপি ও সাবেক হুইপ শাহাজাহান চৌধুরীর সহধর্মীনি শাহীন জাহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমার শোক সন্তপ্ত পরিবার বর্গের সদস্যদের প্রতি সমবেদনা ও সহানুভুতি জানান।
নেতৃবৃন্দ বলেন- মরহুমা শাহীন জাহান চৌধুরী ছিলেন, বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীদের অকৃত্রিম বন্ধু। তিনি ছিলেন একজন মহিয়সী সমাজ সেবক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com