অমিতাভের আয় বছরে আয় ৩কোটি ৩৫লক্ষ মার্কিন ডলার। অন্যদিকে সল্লুরও ইনকাম ৩ কোটি ৩৫ মার্কিন ডলার। তবে পিছিয়ে নেই অক্ষয় কুমারও। বছরে ৩ কোটি ২৫ লক্ষ মার্কিন ডলার রোজগার করে ৭৬ নম্বরে রয়েছেন খিলাড়ি। তবে একশো ধোনির তালিকা থেকে এবছর ছিটকে গিয়েছেন বাদশা।
ফোবর্স তালিকায় রুপালি পর্দার বাইরে যারা জায়গা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৮২ নম্বরে থাকা ধোনির আয় বছরে ৩ কোটি ১ লক্ষ মার্কিন ডলার। এই তালিকায় প্রথম নাম আমেরিকান বক্সার ফ্লয়েড মে ওয়েদারের। তাঁর আয় বছরে ৩০ কোটি ইউএস ডলার। – See