প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম সরওয়ার, কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক হারুনুর রশিদ খান সহ গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ আলমগীর, সহ সভাপতি হাজী ছৈয়দ আলম, সেক্রেটারী শহিদুল মোস্তফা চৌধুরী চেয়ারম্যান এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- কোন ধরনের মামলা ছাড়াই বিনা অপরাধে অধ্যাপক মুজিবুর রহমান সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৩ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় একদলীয় স্বৈরাচারী শাসন কায়েমের জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এ ধরনের জুলুম নির্যাতন ও স্বৈরাচারী আচরণ কারো জন্য শুভ নয়। আমরা সরকারের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করছি।