1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

শ্রমিক নেতা এনামের মৃত্যুতে শোক

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৫ দেখা হয়েছে

দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম শ্রমিক সংগঠন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনভুক্ত আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কক্সবাজার জেলার বিশিষ্ট নেতা খাইরুল আনাম এনামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী, কার্যকরীসভাপতি শহর মুল্লুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, সংগঠনের কোর্ট বাজার, রামু, ঈদগাঁও, চকরিয়া-লামা- আলী কদম, চকরিয়া কেবি জালাল উদ্দীন (মহেশখালী, চকরিয়া-বনিয়ার ছড়া-মগনামা-পেকুয়া, চট্টগ্রাম-বরকল, চট্টগ্রাম-আনোয়ারা, চট্টগ্রাম-বেঙ্গুরা, চট্টগ্রাম-বাঁশখালী, চট্টগ্রাম বোয়ালখালী-কানুনগোপাড়া, বান্দরবান জেলা এবং কক্সবাজর জেলার নেতৃবৃন্দ যথাক্রমে অমল বড়–য়া, জালাল উদ্দীন, আবু তাহের, কলিমুল্লাহ, সারোয়ার হাসান রাজু, জালাল উদ্দীন, সুলতান আহমদ, মোঃ কালু, কামাল আজাদ, আবুল কালাম, আবুল বশর, মোঃ শাহজাহান ভুট্টো, মোঃ রফিক, রফিক উদ্দিন, রেজাউল করিম, বেলাল উদ্দীন, আবু মুছা, ফরিদ আহমদ, নুরুল আলম, ইসকান্দর মিয়া, জহুর আহমদ, মোহাং হারুন প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,- একজন নিবেদিত প্রাণ শ্রমিক নেতা এনাম, আমৃত্যু সংগঠনের কক্সবাজার জেলার দায়িত্ব পারন করে গেছেন। তার কর্মই তাকে স্মরণে রাখবে। তার মৃত্যু সংগঠনের এক অপূরণীয় ক্ষতি, নেতৃবৃন্দ মরহুমের আতœার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com