বার্তা পরিবেশক :
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মসুদা নামে সত্তরোর্ধ এক বৃদ্ধা নিখোঁজ হয়ে গেছে। ১৪ জুলাই রাত থেকে তাকে আর পাওয়া যাচ্ছেনা। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ বৃদ্ধার পুত্রবধু মুনা। নিখোঁজ মসুদা কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের ফাঁহাসিয়াখালী এলাকার মৃত মীর আফজালের স্ত্রী। গত এক সপ্তাহ ধরে তিনি জেলা সদর হাসপাতালের চতুর্থ তলার ৮ নং সীটে ভর্তি ছিলেন বলে জানান নিখোঁজ মাসুদার পুত্রবধু মুনা। তিনি বলেন, আমার শ্বাশুড়ীকে নিয়ে আমরা গত সপ্তাহ ধরে হাসপাতালে রয়েছি। ১৪ জুলাই রাত থেকে তাকে পাওয়া যাচ্ছেনা। অনেক জায়গায় খোঁজ নিয়েছি। এ বিষয়ে থানায় ডায়েরী করেছি। কেউ সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ করছি। এদিকে নিখোঁজ হয়ে যাওয়া বৃদ্ধার সন্ধানে সকলের সহযোগিতা চেয়েছেন তার পুত্র নুরুল আলম নুরু। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেবেন বলে জানান।
প্রয়োজনে ০১৮১৪২৩৮৩৫৫ নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন তিনি।