1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :

সাংবাদিক আবু বকর ছিদ্দিকের পিতার ইন্তেকালে রামু প্রেসক্লাবের শোক

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪১ দেখা হয়েছে

রামু প্রতিনিধি :
রামু লেখক ফোরামের সহ-সভাপতি, সাংবাদিক মোহাম্মদ আবু বকর ছিদ্দিকের পিতা সৈয়দ জামান শুক্রবার, ২০ নভেম্বর সকাল ১১ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম সৈয়দ জামান উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের খোন্দকার পাড়ার বাসিন্দা । শুক্রবার বাদ আছর খোন্দকার পাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাযে জানাযার পর স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয় ।
এদিকে সাংবাদিক মোহাম্মদ আবু বকর ছিদ্দিকের পিতার মৃত্যুতে গভীর শোক করেছে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোতবার্তায় রামু প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলা নিউজ ২৪ ডট কমের ব্যুরো চীফ তপন চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি দর্পণ বড়ুয়া, সাংবাদিক খালেদ শহীদ (দৈনিক সমকাল), নুরুল ইসলাম সেলিম (দৈনিক সৈকত), নীতিশ বড়ুয়া (দৈনিক পূর্বকোণ), এইচবি পান্থ (সুপ্রভাত বাংলাদেশ), সুনীল বড়ুয়া (মাছরাঙ্গা টেলিভিশন), এম. আব্দুল্লাহ আল মামুন (দৈনিক ইনকিলাব), সোয়েব সাঈদ (দৈনিক আমাদের সময়), খালেদ হোসেন টাপু (দৈনিক বাঁকখালী), আল মাহমুদ ভুট্টো (দৈনিক আজকের দেশবিদেশ), ওবাইদুল হক নোমান(দৈনিক হিমছড়ি), আবুল কাশেম (দৈনিক দৈনন্দিন), হাসান তারেক মুকিম (কক্সবাজার খবর ডটকম), কর্মরত সাংবাদিক আবুল কাশেম সাগর (দৈনিক সুমদ্রকন্ঠ),নাছির উদ্দিন (দৈনিক কক্সবাজার প্রতিদিন), আবদুল মালেক সিকদার (আমাদের কক্সবাজার), হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর (ইনসাফ) প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com