1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ৩০ দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাতলীস্থ হোটেল ক্যানিমা রেস্তুরেন্টে অনুষ্ঠিত পূণর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল। সংগঠনের সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের জন্য কল্যাণ তহবিল, স্থায়ী অফিস ও নতুন সদস্য সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, সাংবাদিকদের দুঃসময়ে একে অপরের জন্য এগিয়ে আসা, মৌলিক সাংবাদিক ও অনলাইন সাংবাদিকদের মধ্যে সমন্বয় তৈরিসহ বেশ কিছু গঠনমূলক আলোচনা উঠে আসে এ মিলন মেলায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি বদিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক জিএএম আশেক উল্লাহ, কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবাল, দৈনিক সৈকত সম্পাদক মাহাবুুবুর রহমান, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসিম, দৈনিক দিনকালের কক্সবাজার স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আকতার চৌধুরী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এমআর মাহবুব, সংগঠনের কল্যাণ তহবিলের নির্বাহী সদস্য এসএম জাফর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের নির্বাহী সদস্য আনছার হোসেন, সংগঠনের প্রচার সম্পাদক আবদুল্লাহ নয়ন, সদস্য আজাদ মনসুর প্রমুখ।
পুণর্মিলনীর শুরুতে কোরআন তেলাওয়াত করেন নুরুল হক চকোরী।
মিলন মেলায় অন্যদের মধ্যে উপস্থিত কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ইবনে আমিন, সংগঠনের কল্যাণ তহবিলের চেয়ারম্যান ইকরাম চৌধুরী টিপু, রুহুল কাদের বাবুল, রেজাউল করিম, গোলাম আজম খান, আমানুল হক বাবুল, সংগঠনের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার টাইমস’র প্রধান সম্পাদক সরওয়ার আলম, মাহবুবুর রহমান, হুমায়ুন সিকদার, আরফানুল হক আফনান, জসিম উদ্দিন ছিদ্দিকী, কাইছারুল ইসলাম, ইমাম খাইর, আবদুর রহমান, ইসলাম মাহমুদ, সৈয়দ আলম, খোরশেদ আলম হেলালী, আজিজ রাসেল ও শাহ আলম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com