1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

সাংসদকে বাঁধলো ক্ষিপ্ত গ্রামবাসী

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
  • ১৩৬ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
ভারতের উত্তর প্রদেশে পানি ও বিদ্যুৎ সঙ্কটের কারণে এক সংসদ সদস্য ও  আরেক কাউন্সিলর সদস্যকে বেঁধে রেখেছে গ্রামবাসী। তিন ঘন্টা পর পুলিশ যেয়ে তাদের উদ্ধার করেছে। পুলিশ সুপারেন্টিডেন্ট মুনিরাজ জানান, বহুজন সমাজবাদী পার্টির উত্তর প্রদেশের মুঘালসারাইয়ের এমএলএ বাব্বান সিং চৌহান এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামুদ্দিন আলীনগর গ্রামে গিয়েছিলেন গ্রামবাসীর সমস্যা শুনতে গিয়েছিলেন।  এসময় গ্রামবাসী জানান, সদ্য শেষ হওয়অ রমজানজুড়ে তারা বিদ্যুৎ ও পানির সঙ্কটে ভুগেছেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের দুজনকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ওই গ্রামে ছুটে যায়। পরে গ্রামবাসীর সঙ্গে আলোচনা শেষে তাদের মুক্ত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীকে নিশ্চিত করা হয়েছে, দ্রুত তাদের সমস্যার সমাধান করা হবে। তবে এ ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com