1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

সাবরাং স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র ২ দিন ধরে নিখোঁজ

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ৩০ দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সাবরাং উচ্চ বিদ্যালয়ের ৮ম  শ্রেনীর এক ছাত্র গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। খোঁজাখুঁজির পর দুই দিন পেরিয়ে গেলে শুক্রবার রাতে থানায় ডাইরী (নং-১০৮২)করেছেন নিখোঁজ ছাত্রের পিতা।
জানা যায়, সাবরাং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার জাফর আলমের পুত্র সাইফুল ইসলাম (১৫) গত ২৭ আগস্ট বৃহস্পতিবার যথারীতি বিদ্যালয়ে যায়। কিন্তু ক্লাস শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন স্কুলে খোঁজ নিয়ে জানতে পারে উক্ত ছাত্র যথারীতি ক্লাসে উপস্থিত ছিল এবং স্কুল ছুটির পর সে বাড়ির পথে রওনা হলেও এখন পর্যন্ত সে নিখোঁজ রয়েছে। এদিকে ছেলেকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পিতা মাতা সহ পরিবারের লোকজন।
ছেলেটির গায়ের রং ফর্সা, হালকা পাতলা গড়নের, উচ্চতা প্রায় ৫ফুট। তার পরনে ছিল সাবরাং উচ্চ বিদ্যালয়ের পোষাক নেভী ব্লু শার্ট ও কাল প্যান্ট।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com