বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের কৃতি পুরুষ প্রখ্যাত আইনজীবী সাবেক এমএলএ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম এড. ফিরোজ আহমদ চৌধুরী’র ১৩ তম ইন্তেকাল বার্ষিকী পালন করা হয়। গতকাল ২২ ডিসেম্বর ২০১৫ ইং মরহুমের ১৩ তম ইন্তেকাল বার্ষিকী উদযাপন উপলক্ষে তাঁর পরিবার ও ‘এড. ফিরোজ আহমদ ফাউ-েশনের’ পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচী। এর মধ্যে রয়েছে মরহুমের স্মরণে সকাল ১০ টায় জামেয়া উমেদিয়ায় খতমে কোরআন, বাদ মাগরিব লালদীঘির পাড় বায়তুর রাহমান জামে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে মরহুমের আত্ময়ী স্বজন ও গুণগ্রাহীদের অংশ গ্রহণ করেন।