1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

সিপিবি-বাসদের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৫৫ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি পুলিশের বাধায় পন্ড হয়েছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশে গেলে সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের পাঁচ নম্বর গেটে পুলিশের বাঁধার মুখে পড়েন সিপিবি-বাসদের নেতা-কর্মীরা।
এ অবস্থায় সচিবালয়ের পাঁচ নম্বর গেটে পুলিশ ব্যারিকেডের সামনেই প্রতিবাদ সমাবেশ করছেন তারা।
সমাবেশে নেতা-কর্মীর সঙ্গে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স এবং বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ উপস্থিত রয়েছেন।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com