এম.এ.সাবলু হৃদয়, সিলেট :
সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে নিখোঁজ ঢাকা কাজী নজরুল কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ অন্তরের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর শুক্রবার রাত পৌণে ১১টার দিকে পিয়াইন নদীর নয়াবস্তি এলাকা থেকে স্থানীয় লোকজন জাল ফেলে তার লাশ উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে আবদুল্লাহ অন্তরের সহপাঠী ও বন্ধু সোহাগ ঘোষ (১৭)। বুধবার কাজী নজরুল কলেজের ৬ ছাত্র মিলে জাফলং বেড়াতে আসে। তারা জাফলংয়ের জিরো পয়েন্টে পিয়াইন নদীতে গোসলে নামে। এসময় আবদুল্লাহ অন্তর ও সোহাগ ঘোষ স্রোতের টানে তলিয়ে যায়। এরপর থেকে গত তিনদিন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও এলাকার লোকজন চেষ্টা চালিয়েও তাদেরকে উদ্ধার করতে পারেননি। শুক্রবার রাত পৌণে ১১টার দিকে স্থানীয় লোকজন পিয়াইন নদীর নয়াবস্তি এলাকায় জাল ফেলে অন্তরের লাশ উদ্ধার করেন। তবে এখনো সোহাগের সন্ধান পাওয়া যায়নি।