1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

সিলেটে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১৩৩ দেখা হয়েছে

1432550525এম.এ.সাবলু হৃদয়, সিলেট অফিস :  সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ওসমানীনগর থানার দক্ষিণ রাইকদাড়া নিবাসি মকদ্দছ আলীর বাড়ীর পাশের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের গায়ে টি শার্ট ও ছোট পেন্ট পরিহিত ছিল বলে জানান ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ মুরসালিন। তার বয়স ২৫ বছর হবে। তিনি জানান, বাদ ইফতার থানার দক্ষিণ রাইকদাড়া নিবাসি মকদ্দছ আলীর বাড়ীর পাশের পুকুরে লাশ ফুলে ভেসে উঠেছে দেখতে পেয়ে লোকজন পুলিশকে জানান। সংবাদ পেয়ে এস আই লক্ষণ দেবের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com