এম.এ.সাবলু হৃদয়, সিলেট : একসঙ্গে ছয়টি শিশুর জন্ম দিয়েছেন সিলেটের এক নারী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ছয়টি শিশুর জন্ম হয় বলে জানিয়েছেন হাসপাতালের সরকারী পরিচালক ডা. আব্দুস সালাম। তিনি বলেন, অস্ত্রোপচার ছাড়াই চারটি মেয়ে ও দুটি ছেলে শিশুর জন্ম হয়। শিশুগুলোর ওজন স্বাভাবিকের চেয়ে কম বলে জানান ডা. সালাম। তিনি বলেন, সাধারণত ১ কেজি ৫০ গ্রাম ওজনের কম ওজনের শিশুদের ‘লো বার্থ ওয়েট’ শিশু বলা হয়। এই শিশুদের ওজন ৭০০ গ্রামের কম। ছয় সন্তানের জন্ম দেওয়া ওই নারী সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। এদিকে ৬ শিশুর ৩ জন মঙ্গলবার রাত ৯টার দিকে মারা গেছে। সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ৬টি শিশুর ৩টি প্রসূতিজনিত সমস্যার কারণে মারা গেছে।