1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

সিলেটে টানা বৃষ্টিতে নাকাল নগরবাসী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ২৬ দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি :
টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সিলেট নগরীর বাসিন্দারা। বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। বৃষ্টির কারণে সকালে নগরীতে যানবাহনও ছিল কম। এতে অফিসগামী মানুষজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে ভোগান্তিতে পড়তে হয়। বুধবার থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। গতকল বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার  ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত বৃষ্টিপাত ১৪ দশমিক ৪ মিলিমিটার রেকর্ড করা হয়। এমতাবস্থায় নগরবাসী পড়েছেন চরম দূর্ভোগে। সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সিলেটে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৪৪ দশমিক ২ মিলিমিটার। এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমান ছিল ৩০ দশমিক ৮ মিলিমিটার। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ মোঃ সাহিদ আহমদ চৌধুরী জানান, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল। তাই এ সময় বৃষ্টিপাত সিলেটে একটু বেশি বৃষ্টিপাত হয়। বর্ষাকালে সিলেটে প্রায় ৬০০ মিলিমিটারের কিছু বেশি বৃষ্টিপাত হয়। এবার সিলেটে বৃষ্টিপাত হয়েছে বুধবার পর্যন্ত ৫০১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। পুরো মাস জুড়েই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com