1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

সিলেটে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৭০ দেখা হয়েছে

1116এম.এ.সাবলু হৃদয় সিলেট অফিস : সিলেট নগরী রায়নগর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে রায়নগর প্রত্যায়ন ৪৮ নং বাসায় একটি লেচু গাছে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম জালাল উদ্দিন (৬৫)। তার গ্রামের বাড়ি শরিয়াতপুর জেলার নড়িয়া উপজেলার মিংহমুড়ি গ্রামে। তিনি দীর্ঘ দিন থেকে রায়নগরে বসবাস করে আসছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সেহরী খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পেড়েন। সকালে কোন এক সময় জালাল উদ্দিন ঘর থেকে বের হয়ে বাসার একটি লেচু গাছের ডালে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। ঘুম থেকে উঠে পরিবারের লোকজন জালাল উদ্দিন লেচু গাছের ডালে ঝুলে আছেন দেখে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন এসে বিষয়টি পুলিশকে জানায়। দুপুরে সোবহানীঘাট পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজ মর্গে প্রেরণ করে। কোতোয়ালী মডেল থানার ওসি সুহেল আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com