মুহাম্মদ ছিদ্দিকুর রহমান :
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনদ্বীপে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিঁখোজ ব্যক্তি উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে মুজিবুর রহমান (৩৫)।
১৪ সেপ্টেম্বর দুপুর ৩ টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
সেন্টমার্টিন কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মনছুর আলম সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তি কূল থেকে ১’শ মিটার দূরে সাগরে সাতাঁর কেটে নোঙ্গর করা ট্রলারে উঠার চেষ্টা করে ব্যার্থ হয়ে ট্রলারে উঠতে না পেরে পানিতে ডুবে যায়। এ রির্পোট লিখা সন্ধ্যা ৭ টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। সেন্টমাটিন কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী নেতৃত্বে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের তৎপরতা চলছে।