এম.এ.সাবলু হৃদয়, সিলেটে :
মক্কা থেকে রিয়াদ আসার পথে হুমায়রা নামক স্থানে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন মউদুদ আহমদ চৌধুরী রায়হান (২৬), মাসুক তালুকদার (৫০) ও মাওলানা নিজাম উদ্দীন (৫৫)। শুক্রবার ফজরের নামাজের পর দুর্ঘটনাটি ঘটে। মক্কা থেকে ৫০০ কিলোমিটার আগে হুমায়রা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহত রায়হান আহমদের গ্রামের বাড়ির ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায়। নিহত মাসুক তালুককদারের গ্রামের বাড়ি সুনাগঞ্জের দিরাই উপজেলায় এবং মাওলানা নিজাম উদ্দিনের বাড়ির সিলেটের কানাইঘাটে। নিহতের স্বজনদের কাছে পৌঁছলে তারা কান্নায় ভেঙে পড়েন এবং বাড়িতে চলছে শোকের মাতম।