1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

হবিগঞ্জে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ১০৮ দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বাবাকে বাঁচাতে গিয়ে বড় ভাই কাসেদের (২২) দায়ের কোপে ছোট ভাই উজ্জ্বল মিয়া (১৮) খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা ফুল মিয়া (৪৫) । ৬ জুলাই সোমবার সকাল সোয়া ১১টায় এ ঘটনা ঘটে। আহত ফুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাঘাসুরা গ্রামের ফুল মিয়ার সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হচ্ছিল। এ সময় তাদের বড় ছেলে কাসেদ ও মায়ের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে কাসেদ ক্ষিপ্ত হয়ে দা দিয়ে ফুল মিয়াকে কোপ দেন। এ ঘটনা দেখে ছোট ভাই উজ্জ্বল বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কোপান কাসেদ। এতে তারা দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় উজ্জ্বলের মৃত্যু হয়। এদিকে ফুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত কাসেদকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com