এম.এ.সাবলু হৃদয়, সিলেট : হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গৌছ কারাগারে ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় আগামী কাল রোববার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। আজ শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ জেলা কারাগারের জেলার শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান সকাল ১১টার দিকে কারাগারের ভেতর পৌর মেয়র জিকে গউস ঈদের নামাজ পড়ছিলেন। এ সময় সুজন হত্যা মামলার আসামি ইলিয়াস তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন। তাকে দ্রুত কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত ২০১৪ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলার শামীম ইকবাল।