1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

হ্নীলায় ঈদের দিনে চুরি করা গরু বিক্রি

  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০১৫
  • ৮৪ দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের হ্নীলায় একটি চুরি হয়ে যাওয়া গরু ঈদের দিনে জবাই করে বিক্রির সময় কসাই হতে মাথা ও চামড়া উদ্ধার করা হয়েছে। ১৮ জুলাই সকালে টেকনাফের হ্নীলা বাসষ্টেশনে কসাই দরগাহ পাড়ার মৃত আবু বক্করের পুত্র ফরিদ আহমদ ও দক্ষিণ-পূর্ব সিকদার পাড়ার নুরুল ইসলাম ভেক্কার পুত্র আলমগীর মাংস বিক্রি করার সময় দক্ষিণ ফুলের ডেইলের ছৈয়দুল আমিনের পুত্র রুস্তম আলী হারিয়ে যাওয়া গরুর মাথা ও চামড়া সনাক্ত করে উদ্ধার করে। দুপুরে এই বিষয়টি সুরাহার জন্য হ্নীলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ,মোঃ দেলোয়ারুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা চালায়। উল্লেখ্য গত শুক্রবার বিকালে মাঠে চরন্ত অবস্থায় হ্নীলা দক্ষিণের ফুলের ডেইলের মৃত নাজির হোছনের ছেলে ছৈয়দুল আমিনের গরুটি চুরি হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর অবশেষে কসাইর দোকানে খোঁজ পেয়ে গরুর মাথা ও চামড়া উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com