সাদ্দাম হোসাইন, হ্নীলা :
হ্নীলায় পাহাড় ধ্বসে ৬ বসত-বাড়ির বিধ্বস্থ হয়েছে। এ সময় বাড়ির নিচে চাপা পড়া পিতা-পুত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানাযায়,গত ২৬ জুলাই সন্ধ্যা হতে ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে প্রবল বর্ষণ ও ঝড়ো বাতাসে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর বিট অফিসের পাহাড়ে গড়ে উঠা মৃত আব্দুল হাকিমের পুত্র দিন-মজুর হাসান ও মৃত আমির হামজার পুত্র কসাই বশির আহমদের বাড়ি ধ্বসে ও গাছপালা পড়ে ভেঙ্গে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। মইন্যাজুম এলাকার মৃত বশির আহমদের পুত্র দিন-মজুর আব্দু শুক্কুর বাড়িও পাহাড় ভেঙ্গে বিধ্বস্থ হয়ে যায়। এসব পরিবারের ক্ষতিগ্রস্থরা পাশ্ববর্তী বাড়িতে আশ্রয় নিয়েছে। অপরদিকে পূর্ব পানখালীর স্কুলপাড়া সংলগ্ন আবুল কাশেম,তার পুত্র মোঃ ইউনুছ ও মেয়ে জামাই মজিবের বসত-বাড়িটি হঠাৎ পাহাড় ধ্বসে চাপা পড়ে। এতে ৩ পরিবারের ১৩জন কোন প্রকারে রেহাই পেলেও মোঃ ইউনুছ ও তার শিশু পুত্র মোঃ নুর (৭) মাটিতে চাপা পড়ে। এ সময় বাড়ির অপর সদস্যরা হৈ ছৈ শুরু করলে পাশ্ববর্তী লোকজন এসে তাদের জীবিত উদ্ধার করে। পরে বাস্তুহারা লোকজন পাশ্ববর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে গেলেও সহায়তা মেলেনি। বর্তমানে স্কুল বন্ধ থাকায় নিরুপায় হয়ে প্রাইমারী স্কুলের ছাঁদ থেকে পানি শুষে পড়া একটি কক্ষে ঠাঁই মিলেছে। সেখানে রান্না করতে নিষেধ করায় তারা চরম বেকায়দায় পড়েছে জানান।
এই ব্যাপারে স্থানীয় মেম্বার হোছাইন আহমদ জানান-খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের দেখা-শুনা করে হচ্ছে।