নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
বুধবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১টার সময় নাফ নদীস্থ সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
কোষ্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায় ,সমুদ্রপথে মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযানের জন্য কোস্ট গার্ডসদস্যরা অবস্থান নেয়। অভিযান চলাকালীন সময় মায়ানমার সীমানা হতে ১টি কাঠের নৌকা বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ধাওয়া করে নৌকাটি আটক করা হয়। পরবর্তীতে উক্ত নৌকা তল্লাশী করে ৭ জন ব্যক্তিকে আটক করা হয় এবং ২ টি তেলের জেরিকেনে ভেতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সুত্রে আরো জানা যায়, এরা প্রত্যেকেই মায়ানমারের নাগরিক এবং দীর্ঘদিনধরেই তারা সমুদ্রপথে এভাবেই ইয়াবা পাচার করে আসছে। পরবর্তীতে আটককৃত ইয়াবা পাচারকারীদের ইয়াবা ও কাঠের নৌকাসহ আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।