কক্সবাজার আলো : এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের ন্যায় পর্যটন নগরী কক্সবাজারেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবে উদযাপিত হয়েছে এই ঈদ। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সকাল ৮.৪০ টায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা মাহমুদুল হক। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী , কক্সবাজার-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল ,জেলা প্রশাসক আলী হোসেন ও মেয়র সরওয়ার কামাল। মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।