1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০১৫
  • ১১৬ দেখা হয়েছে

কক্সবাজার আলো  ডেস্কঃ ‘মিসাইল ম্যান’, ‘আগুন ডানা’, ‘পিপলস প্রেসিডেন্ট’, ‘ভারত রত্ন’, ২৭ জুলাই হৃদরোগে মৃত্যু হওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে মানুষের লব্জে ঘুরে বেড়াচ্ছে শব্দগুলি। ভারতে সাতদিনের রাষ্ট্রীয় শোক, শেষকৃত্যে মানুষের ঢল অতিক্রান্ত। এর মধ্যেই দেশের একাদশতম রাষ্ট্রপতিকে স্মরণীয় করে রাখতে সোশ্যাল মিডিয়ায় নতুন দাবি উঠেছে।

কী সেই দাবি? ফেসবুক বা ট্যুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছেয়ে গিয়েছে এপিজে আবদুল কালামের সুপার ইমপোজ করা ছবি। সেখানে দেখা যাচ্ছে, ভারতীয় রুপির ওপর মহাত্মা গান্ধী নয় কালামের ছবি। শেয়ারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে ওই ছবির।

তাহলে কী এবার বাপুর পরিবর্তে ভারতীয় রুপিতে ব্যবহার হবে আবদুল কালামের ছবি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আরবিআই সূত্রে এখনও তেমন কোনো ইঙ্গিত মেলেনি। ১৯৮৭ সালের ২ অক্টোবরে প্রথম পাঁচশো রুপির নোটে গান্ধীর ছবি ছাপা হয়। তবে পাকপাকিভাবে ১৯৯৬ সালে গান্ধী পর্যায়ের নোট ছাড়া শুরু হয়। তার আগে ভারতীয় নোটের ওপর থাকত অশোক স্তম্ভ।– ওয়েবসাইট।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com