কক্সবাজার আলো ডেস্ক :
অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় প্রেমিক জুটিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ আগষ্ট) বিকেলে তাদের খুলনার আদালতে হাজীর করা হয়। এর আগে সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে পুলিশ ভারতীয় এ ছয় নাগরিককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার সলুয়া ৩নং কলোনীর রমেশ রায়ের ছেলে মিঠুন রায় (১৮), একই এলাকার ক্ষিতিশ বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস (১৭), নূরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (১৭), একই থানা এলাকার ফুলতলা গ্রামের অতুল অধিকারীর মেয়ে মিতালী অধিকারী (১৬), সালতিয়া এলাকার অসীত বিশ্বাসের মেয়ে হেনা বিশ্বাস (১৪) এবং সংকর শিকদারের মেয়ে শিবানী শিকদার (১৬)।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, গ্রেফতারকৃতরা সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এ সময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। তারা জানায়, প্রেম করে বিয়ে করায় অভিভাবকরা মেনে নেয়নি। এ কারণে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। তবে খুলনায় কোথায় বা কার কাছে যাওয়ার উদ্দেশ্য ছিল- সেটি তারা বলতে পারেনি। তিনি জানান, থানার এসআই মো. নূরুল ইসলাম বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট-এর ৪ ধারায় মামলা দায়ের করেছেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।