ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দোকান নামক স্থানে এসআলম-সৌদিয়া গাড়ি মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্ততঃ ১৫জন গুরুতর আহত হয়েছে। জানা যায়, ১৬ আগষ্ট সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়নের বর্ণিত পয়েন্টে চট্টগ্রামমুখী সৌদিয়া (নং চট্টমেট্রো-ব ১১-০৩১৪) ও কক্সবাজারমুখী এসআলম (নং চট্টমেট্রো-ব ১১-০৮৭৩) এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে উভয় গাড়ীর চালক গুরুতর আহত হলেও অপরাপর যাত্রীরা ছোটখাট আহত হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ। এ রিপোর্ট লিখা পর্যন্ত উভয় গাড়ীর চালকসহ আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই কিছুক্ষণ মহাসড়কের উভয় পার্শ্বে যানবাহন আটকা পড়লেও বেশিক্ষণ স্থায়ী হয়নি। অপরদিকে ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে যায়। এ বিষয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া কক্সবাজার আলো প্রতিনিধিকে দুর্ঘটনার পরপরই আটকা পড়া যানবাহনগুলোকে চলাচলের সুবিধা করে দেওয়া হয়েছে বলে জানান।