পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা ব্যাংকটির ৮০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ দাউদ খান নামে ব্যাংকের এক উদ্যোক্তা এ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এসব শেয়ার ক্রয় করবেন। সোমবার দিনের শুরুতে ইসলামী ব্যাংকের শেয়ারের দর ছিল ১৭ টাকা। বেলা ১১টায় কোম্পানির সর্বশেষ লেনদেন দর ছিল ১৭.২০ টাকা। ১৯৮৫ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।