ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজারের ঈদগাঁও থেকে চোলাই মদসহ ২জনকে আটক করলো থানা পুলিশ।
গতরাত এগারটার দিকে ঈদগাঁও ইসলামাবাদের খোদাইবাড়ী বাবুল কোম্পানী ডিপুর সামনে আরাকান মহা সড়কের উপর হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীর মৃত আবদু জলিলের পূত্র মোঃ জাফর আলম ও ঈদগড়ের চরপাড়ার সাহাব উদ্দিনের পূত্র সাইমন ইসলাম প্রকাশ ডায়মন্ড।
পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাটারী চালিত রিক্সার ড্রাইভিং সিটের নিচে, যাত্রী বসার সিটের নিচে বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের স্যালাইনের প্যাকেটে প্রতি প্যাকেটে এক লিটার করে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই গিয়াস উদ্দিনের সাথে কথা হলে তিনি চোলাই মদসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্বে নিয়মিত মামলা দায়ের করা হয়।