রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. blog
  2. Download Firmware
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লুসিভ
  10. কক্সবাজার
  11. করোনাভাইরাস
  12. খেলাধুলা
  13. জাতীয়
  14. জেলা-উপজেলা
  15. পর্যটন

ঈদে শ্রোতামনে ঝড় তুলতে আসছেন কণ্ঠশিল্পী ডন

প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ

গান ছাড়া ঈদ অনুষ্ঠান যেমন ফিকে মনে হয়; তেমনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পর্দায় এফ এম ইকবাল বিন আনোয়ার ডনের ঈদে একক সঙ্গীতানুষ্ঠান ছাড়া প্রাণহীন-নিরস মনে হয়! বেশ কয়েক বছর ধরে এটিএন বাংলার ঈদ অনুষ্ঠান মানে সময়ের আলোচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ ডনের উচ্ছ্বল-উজ্জ্বল উপস্থিতি। ডন মানে মৌলিক গানের সমাহার। আধুনিক আর ফোকের মিশেল; পল্লীগীতি এবং ভাওয়াইয়ার অনবদ্য টানও শোনা যায় ডনের কণ্ঠে।
’রঙিলা মন’, ‘আমি কেমন কইরা ভুইল্যা যাবো’ – পূর্বে এটিএন বাংলার পর্দায় কণ্ঠশিল্পী ডনের গাওয়া জনপ্রিয় এবং শ্রোতাপ্রিয় ঈদ অনুষ্ঠানগুলোর একটি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন এই সময়ের পছন্দের শিল্পী ডন। ‘বল না কানে কানে’- এই শিরোনামে ঈদের সপ্তম দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। বরাবরের মতো এবারো মৌলিক গান দিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছেন শিল্পী। অত্যন্ত শ্রুতিধর বাণীসমৃদ্ধ গানগুলোতে আধুনিক-ফোকের সঙ্গে পল্লীগীতির একটা মেলবন্ধন তৈরি করা হয়েছে।
কপোত-কপোতীর আধুনিক প্রেমময় কবিতাগুলো যেমন ডনের গানের উপজীব্য; তেমনি পল্লীবালার মাটি ও মানুষের জীবন-জীবিকা, পরিবেশ-প্রতিবেশের সন্ধান মেলে কৃষিবন্ধু ডনের গানে। যা এই ঈদেও ব্যতিক্রম নয়। মাটির সোঁদা গন্ধের স্বাদ পেতে চাইলে এই ঈদে ডনের গানের জন্য কান পেতে রাখতে হবে। মাটি, মানুষ, কৃষি, কৃষক, পল্লী জীবনকে দারুণভাবে গানের মাধ্যমে ফুটিয়ে তোলে শিল্পী ডন। অবশ্য এটা একদিনে হয়ে ওঠেনি। প্রায় দেড় যুগ কৃষি বিষয়ে শিক্ষকতা করেছেন ডন।
এবারের ঈদে একক সঙ্গীতানুষ্ঠানে মোট ৫টি গান পরিবেশন করবেন ডন। গানগুলোর কথা এবং সুর শিল্পীর নিজের তৈরি। সঙ্গীতায়ানে থাকছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই মুখ রোহান রাজ এবং রোমান রহমান। অনুষ্ঠানে গাওয়া ডনের গানগুলো হলো- আমি কী বাস করি তোর মনে, আয় না কাছে বল না কানে কানে; তোর মন সারাক্ষণ কার কথা বলে রে কার কথা কয়, সে কি আমি আমি রে আর কেউ নয়; তুই আমারে তাবিজ কররে তাবিজ কর, যাবো না অন্য কোথাও তরে নিয়ে বাঁধব আমি ভালোবাসার ঘর; চোখ খুলে পাই না তোমায় স্বপ্নে শুধু আসো, এ কেমন প্রেম-তোমার মন আকাশে ভাসো; আমার মনের কথা রইল মনে মনে, বন্ধু আমার রইল কোনখানে।

দিনকে দিন গায়কীতে মুন্সিয়ানার পরিচয় দেয়া শিল্পী ডন এবারো তার শ্রোতাদের প্রত্যাশা পূরণে সমর্থ হবেন বলে বিশ্বাস। বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই মূলত গানগুলো লেখা এবং সুরারোপ। শিল্পী ডন তার সামর্থ্যের সবটুকু দিয়ে গানগুলোকে শ্রুতিমধুর করে তুলতে সর্বাত্মক চেষ্টা করেছেন। যা তিনি বরাবরই করেন। ঈদ অনুষ্ঠান প্রসঙ্গে ডন বলেন, ‘গানের ব্যাপারে আমি যথেষ্ট খুঁতখুঁতে। সুর এবং লেখা মনঃপুত না হওয়া পর্যন্ত চেষ্টা করি সেরাটা তুলে আনতে। কতটা ভালো গেয়েছি সেটা অনুষ্ঠান দেখার পর গানগুলো শুনে শ্রোতারা বিচার-বিবেচনা করবেন। তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশাকরছি পূর্বের মতো এবারো সঙ্গীতানুরাগীদের মন ভরাতে পারব।’
ডন আরো যোগ করেন, ‘বরাবরের মতো এবারের গানগুলোও শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিবে এবং মানুষের মুখে মুখে ফিরবে। গানের মাধ্যমে শ্রোতাদের নির্মল বিনোদন দেয়ার চেষ্টাটা আমি শুরু থেকেই করে আসছি। এবারো এর ব্যত্যয় ঘটেনি।’ ভুল কিছু বলেননি শিল্পী। করোনার কঠিন দিনগুলো থেকেই এখন পর্যন্ত গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন ভরাতে কাজ করে যাচ্ছেন কণ্ঠশিল্পী ডন।
করোনায় জীবন যখন থমকে গিয়েছিল; অবসাদ আর নিরানন্দে মানুষের জীবন যখন বেসামাল- ঠিক ওই সময় খেলাধুলা আর বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম গানকে এক সুঁতোয় বাঁধার কাজটি সুনিপুনভাবে করেছেন ক্রীড়াঙ্গন এবং সঙ্গীত ভুবনের জনপ্রিয় ও পরিচিত মুখ ডন। গানের মাধ্যমে তরুণ প্রজন্ম বিশেষ করে খেলোয়াড়দের উৎসাহিত করার কাজটি করেছেন শক্ত হাতে। মাদকমুক্ত সমাজ গঠনে, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে গানের মাধ্যমে অবদান রেখে যাচ্ছেন ডন। এটিএন বাংলার পর্দার নিয়মিত মুখ হওয়ার আগে অসংখ্য গানের প্রোগ্রাম করেছেন ডন।
স্পন্সরশিপের মাধ্যমে ওয়ালটনকে যেমন প্রমোট করছেন নিয়মিত। তেমনি দেশের অবহেলিত ক্রীড়া ফেডারেশন, অজনপ্রিয় খেলাগুলো এগিয়ে নিতে কাজ করছেন ডন। আবার গানের মাধ্যমে দর্শক-শ্রোতাদেরও নির্মল আনন্দ-বিনোদন দিয়ে চলেছেন। তরুণ প্রজন্মের ক্রেজ কণ্ঠশিল্পী ডন এ পর্যন্ত বহু জায়গায় একক কনসার্ট করেছেন। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়াম, শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল অডিটোরিয়াম, শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়াম, শহীদ তাজ উদ্দিন আহমেদ উডেন ফ্লোর ছাড়াও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে একক কনসার্ট করে ব্যাপক প্রশংসিত হোন শিল্পী। এমন কাজের স্বীকৃতিস্বরূপ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড, মিরর ম্যাগাজিন কর্তৃক ফ্রন্টলাইন রিয়েল হিরোজ অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন কণ্ঠশিল্পী ডন।

সর্বশেষ - উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা বোঝাই ২০ ট্রলার নদীতে ভাসছে

খাজামঞ্জিল যুব উন্নয়ন পরিষদের ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল সম্পন্ন

নলকূপ স্থাপন সাধারণ মানুষের, স্টীকার ব্র্যাকের!

সীমান্তে মাদকবিরোধী অভিযানে গুলি: ডিজিএফআই কর্মকর্তা নিহত, র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

আজ শোকাবহ পিলখানা হত্যাকাণ্ডের ৭ বছর

প্রতিবন্ধী রিকশাচালককে পিটিয়ে হত্যা, স্ত্রীসহ কনস্টেবলের ফাঁসির দাবিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ 

সাংবাদিক মানিকের পিতার জানাজা সম্পন্ন, শোক

আল-আমিন একাডেমির পি.এস.সি পরীক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

প্রবাসী শাহ জাহানের পিতার মাগফেরাত কামনায় ‘টেকনাফ সমিতি ইউএই’র খতমে কোরান সম্পন্ন 

বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার আঞ্চলিক শাখার মানববন্ধন অনুষ্ঠিত