উখিয়া প্রতিনিধি :
উখিয়ায় পারিবারের সাথে অভিমান করে বিষ পানে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখাপালং ক্লাস পাড়া এলাকার মৃত মোস্তাক আহাম্মদের ছেলে আজিজুল হক (২১) রোববার রাতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটলে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কক্সবাজার জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়ায় তার দাফন করার নির্দেশ দেন বলে উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানিয়েছেন।